শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৩, ২০২১
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২১
১১:৫৪ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শনিবার (৩ এপ্রিল) বেলা ৩টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন। এ সময় ১৩ জন পথচারীকে মাস্ক না পরার অপরাধে জরিমানা করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন বলেন, 'করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরার অপরাধে ১৩ জন পথচারীকে ১০০ টাকা করে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসডি/আরআর-০২