নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৩, ২০২১
০৭:৫৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০৭:৫৫ অপরাহ্ন
ক্রিকেটে টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটা একটা বড় অর্জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরীর অনুভূতি তাই একটু আলাদাই। নারী ক্রিকেট দলকে নিয়ে স্বপ্নও তাঁর ভিন্ন। দলকে পুরোপুরি প্রস্তুত করে আগামী দেড়ুদুবছরের মধ্যে টেস্ট খেলাতে চান তিনি।
সিলেট মিরর-এর সঙ্গে আলাপকালে তিনি তাঁর এসব পরিকল্পনার কথা জানান। দেশে নারী ক্রিকেটারের সংখ্যা বাড়ানো, নারী ক্রিকেট দলের জন্য আলাদা স্টেডিয়ামসহ সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান শফিউল আলম চৌধুরী।
তিনি বলেন, ‘যথেষ্ট প্রস্তুতি নিয়েই আমরা টেস্ট খেলতে চাই। টেস্ট খেলার জন্য তাদেরকে আগে প্রস্তুত করতে চাই। আমরা চাই না হুট করে খেলতে নেমে মেয়েরা বাজে ফল করুক। এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ, আমাদের বড় দৈর্ঘ্যরে ক্রিকেট শুরু করতে হবে। স্কুল ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট চালুর পর মেয়ে ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। এই সংখ্যাটা আমরা আরও বাড়িয়ে নিতে চাই। করোনা মহামারি কেটে গেলেই যাতে শুরু করতে পারি, সেই চেষ্টা থাকবে।’
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ নারীদের ক্রিকেটের ভিত শক্ত করতে তাদের জন্য একটি আলাদা স্টেডিয়াম জরুরি। যেখানে ইনডোর, জিম থেকে শুরু করে সব ধরণের সুযোগ-সুবিধা থাকবে এবং যেটা হবে শুধু নারী ক্রিকেটের জন্য।’ আগামী বোর্ড সভায় বিষয়টি উপস্থাপন করবেন বলে তিনি জানান।
নাদেল বলেন, ‘এতদিন আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে কাজ করেছি। আমাদের চিন্তা-ভাবনা ছিল এই দুই সংস্করণকে ঘিরে। এখন টেস্ট মর্যাদা পাওয়ার পর এই সংস্করণ নিয়েও আমাদের ভাবতে হবে। লোকবল বাড়াতে হবে। এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।’ সব কিছু নিশ্চিত করেই তবে টেস্ট খেলতে নামার কথা ভাবছেন তিনি। আইসিসি নারী ক্রিকেট দলকে টেস্ট মর্যাদা দেওয়ায় এখন দেশের নারী ক্রিকেটের চেহারা পাল্টে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, মেয়েদের টেস্ট ম্যাচ অবশ্য ক্রিকেট বিশ্বজুড়েই হয় খুব কম। গত ৫ বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিনটি টেস্ট ম্যাচ খেলেছে, আর কোনো দল টেস্ট খেলেনি। ভারত সবশেষ টেস্ট খেলেছে ২০১৪ সালের নভেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ২০০৪ সালের পর কোনো টেস্ট খেলেনি। শ্রীলঙ্কার মেয়েরা তাদের একমাত্র টেস্ট খেলেছে ১৯৯৮ সালে।
এএন/আরসি-০৭