নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০২, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার (০২ এপ্রিল) বাদ জুম্মা নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেছে।
কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন স্থান থেকে হেফাজতের নেতাকর্মীরা শহরের থানা পয়েন্টে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।
উপজেলা হেফাজতের আমীর মাওলানা হারুনুর রশীদ (দাঃ বাঃ) এর সভাপতিত্বে ও হেফাজত নেতা মাওলানা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের মহাসচিব মাওলানা শাহ আলম, সহ সভাপতি মাওলানা আব্দুল কাদির হোসাইনী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়সল তালুকদার, হেফাজত নেতা হাফেজ নাজমুল হুদা, মাওলানা মিজানুর রহমান, হাফেজ ফাহিম আহমদ, মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।
বক্তারা অতি সম্প্রতি আল্লাহ ও আলীম উলামাদের নিয়ে কটুক্তকারী নবীগঞ্জের দীঘলবাকের ফেসবুকে পোষ্ট প্রদানকারী যুবককে ১ মাসের সাজা দিলে হবে না, তাকে আজীবন জেল হাজতে রাখতে হবে।
এছাড়া বক্তারা আরও বলেন, আল্লামা মামুনুল হককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীকারী ইসমাইলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে হেফাজত।
বিক্ষোভ সমাবেশ চলাকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ এর নেতৃত্বে বিশাল একদল পুলিশ জে.কে হাই স্কুল মার্কেটের সামনে অবস্থান করতে দেখা গেছে।
এ এইচ/বি এন-০২