সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২১
০২:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২১
০৪:৫৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৩১ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তার করোনা ‘পজিটিভ’ আসে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকা অবস্থায় অক্সিজেন লেভেল কমে যায়। এরপর তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়। পরে অক্সিজেন লেভেল আরো কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আঞ্জুমান আরা আইভী দলীয় নেতাকর্মী ছাড়াও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএ-০৬