মাধবপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

মাধবপুর প্রতিনিধি


মার্চ ২৯, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন



মাধবপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

হেফাজতে ইসলামের ডাকা দিনব্যাপী হরতাল হবিগঞ্জের মাধবপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

রবিবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে পিকেটিং করে। কোথাও কোথাও গাছ ফেলে ও কাগজ জড়ো করে আগুন জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে হরতাল সমর্থকরা।

মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে বড় ধরনের শোডাউন করে দিনব্যাপী বিক্ষোভ মিছিল করেন হেফাজত কর্মীরা। দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে জোহরের নামাজ আদায় করতে দেখা গেছে তাদের। সারাদিন মহাসড়কে কোনো যানবাহন চলাচল করেনি। তবে বিকেল ৪টার পর থেকে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মাধবপুর উপজেলা হেফাজত ইসলামের নেতা সিরাজুল ইসলাম বলেন, 'সাধারন মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা ৪টার পর থেকে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি।'

 

এসএম/আরআর-১২