শায়েস্তাগঞ্জে যান চলাচল কম, ঢিলেঢালা চলছে হরতাল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০৭:১৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৭:১৪ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে যান চলাচল কম, ঢিলেঢালা চলছে হরতাল

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকে সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে হরতাল। আজ রবিবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শায়েস্তাগঞ্জ উপজেলায় হেফাজতকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছেন। শায়েস্তাগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল নেই বললেই চলে। বিভিন্ন স্ট্যান্ডে বন্ধ রয়েছে দূর পাল্লার যাত্রী পরিবহনকারী বাস ও পণ্য পরিবহনকারী গাড়ি।

সরেজমিনে দেখা যায়, মাঝে মধ্যে সিএনজিচালিত অটো রিক্সা, লেগুনা দিয়ে জরুরী প্রয়োজনে আসা যাওয়া করছেন যাত্রীরা। তবে, বিপদে পড়েছেন ঢাকা-সিলেটগামী যাত্রীরা। দূর পাল্লার গাড়ি বন্ধ থাকায় তারা ফিরতে পারছেন না গন্তব্যে।  

এদিকে, শায়েস্তাগঞ্জের পয়েন্টে পয়েন্টে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। পিকেটিং না থাকায় গাড়িতে বসেই অলস সময় কাটাতে দেখা গেছে পুলিশদের।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জে কোথাও কোন ধরনের পিকেটিং নেই। সব ধরনের দোকানপাট খোলা রয়েছে, ছোট ছোট  যান চলাচল স্বাভাবিক রয়েছে,  কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসডি/বিএ-০৯