মাধবপুর প্রতিনিধি
মার্চ ২৪, ২০২১
০৭:১৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২১
০৭:১৯ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ঘরে ঢুকে ভয় দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কার সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে হবিগঞ্জ বিচারক আদালতে প্রেরণ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ রাতে গাংগাইল গ্রামের মো. কুদরত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক দশম শ্রেণির ছাত্রীর ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ সোমবার রাতেই আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে
এসএমআর/আরসি-০৪