যুবদলের নতুন কমিটিকে সিলেট নগর বিএনপির অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১০, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন



যুবদলের নতুন কমিটিকে সিলেট নগর বিএনপির অভিনন্দন

সিলেট মহানগর যুবদলের আওতাধীন ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডের নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক বার্তায় নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।

এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের যুবদল কর্মীরা গণতন্ত্রকে মুক্ত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

নেতৃবৃন্দ বলেন, যুবদলের প্রত্যেকটি ওয়ার্ডে নতুন কমিটির নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে। 

তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের গ্রেপ্তার, মামলা, হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। নতুন কমিটি গঠনের করার ফলে সিলেট যুবদলের প্রত্যেকটি কমিটি আরও শক্তিশালী হবে। নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বিএ-১৩