সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৭, ২০২০
০৭:০৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২০
০৭:০৮ অপরাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করোনা পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান (সাবিত) পজিটিভ ধরা পড়ে।
এরপর রাতে তারা রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন।
সেখানে বুলু পরিবার ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই এখনো ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিএ-১৫