শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন
তন্ময় মাহমুদ অর্পণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তন্ময় মাহমুদ অর্পণ (১৭) নামের এক কিশোর গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জের বৃন্দাবন কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।
নিখোঁজ তন্ময় মাহমুদ অর্পণ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাঁও (মাস্টার বাড়ি) এলাকার মৃত আব্দুল আওয়ালের পুত্র। তার স্থায়ী নিবাস মাধবপুর উপজেলার শাহজিবাজারের সুন্দরপুর গ্রামে। অর্পণ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর বৃন্দাবন কলেজে ভর্তি হয়েছিল।
এ বিষয়ে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ থানায় জিডি (নং-১২৩২) করা হয়েছে। নিখোঁজ অর্পণের সন্ধান পেলে ০১৭৮০০০৯৩৮২ বা ০১৭১৩৮০৮৩০১ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এসডি/আরআর-১২