খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২০
০৯:২৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
০৯:২৮ অপরাহ্ন
বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। তাতে রয়েছেন দলের প্রাণভোমরা নেইমার। এছাড়া থিয়াগো সিলভা ও ফিলিপ কৌতিনহোও জায়গা পেয়েছেন স্কোয়াডে। তবে দুই অভিজ্ঞ ফুলব্যাক মার্সেলো ও দানি আলভেজের জায়গা হয়নি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষে আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল। ইউরোপের দলগুলো নেশন্স লিগ খেলতে এরমধ্যেই মাঠে নেমেছে। এবার কাতার বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে মাঠে নামছে ল্যাটিন আমেরিকার দলগুলো। বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার মিশন। আগামী ৮ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে নেইমাররা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাতলেতিকো)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাতলেতিকো মাদ্রিদ), আলেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), ফেলিপে (অ্যাতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারতন রিবেইরো (ফ্লামিঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা)
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারতন (বেনফিকা), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিশার্লিসন (এভারটন)
এএন/০৪