মৌলভীবাজারে একজনের মৃত্যুর দিনে সুস্থ ৫১

মৌলভীবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ১৬, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০
০১:৫৪ পূর্বাহ্ন



মৌলভীবাজারে একজনের মৃত্যুর দিনে সুস্থ ৫১

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত কোনো ব্যক্তি শনাক্ত না হলেও ভাইরাসটির সংক্রমণে একজন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৫১ জন।

সুস্থ হওয়া ৫১ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে থাকা ৪৭ জন এবং শ্রীমঙ্গলের ৪ জন বাসিন্দা রয়েছেন। অন্যদিকে মারা যাওয়া একজনকে সদর হাসপাতালের তালিকায় দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৮০ জন এবং এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ২১ জন।

 

এসএইচ/আরআর-০৮