মাধবপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২০
০৭:১৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০৭:১৯ অপরাহ্ন
হবিগঞ্জে মাধবপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুত স্পর্শে অপ্রিতা কৈরী তৃষা নামে এক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার তেলিয়াপাড়ায় এঘটনা ঘটে। তৃষা ওই এলাকার মৃত গোপাল কৈরীর মেয়ে ও জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমেদ এসব তথ্য নিশ্চত করেছেন।
তৃষার প্রতিবেশী সাংবাদিক শংকর পাল চৌধুরী জানান, সোমবার রাত ১০ টার দিকে তৃষা কৈরী নিজ বাসায় পানির লাইল দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তাকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত ৬ জানুযারি এক সড়ক দুর্ঘনায় প্রাণ হারান তৃষার বাবা গোপাল কৈরী।
এসএম/বিএ-১২