ওসমানীনগরে সি আর দত্ত স্মরণে শোকসভা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন



ওসমানীনগরে সি আর দত্ত স্মরণে শোকসভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম স্মরণে ওসমানীনগরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার তাজপুর হরিপুরস্থ কাশিপাড়া শিব মন্দিরে উক্ত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোক্কাব্বির খাঁন।

বিশেষ অতিথি ছিলেন-বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া,কমরেড আফরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান।

বক্তব্য দেন-মুক্তিযোদ্ধা পবিত্র মজুমদার, ঐক্য পরিষদ নেতা বিভু দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিরঞ্জন সূত্রধর, সাধারণ সম্পাদক ডি. কে জয়ন্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নিধীর রঞ্জন সূত্রধর, গোয়ালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেব, ঐক্য পরিষদ নেতা গীতিময় দেব, সুবোধ চন্দ, সুশিল দেবনাথ, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল, ইউপি সদস্য দিপঙ্কর দেব শিবু, গোপাল দাশ, উপজেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক চন্দ্র শেখর দে চয়ন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মহিলা পরিষদের সভাপতি নীলিমা দাশ, সাধারণ সম্পাদক জ্যোতিকা চৌধুরী, ঐক্য পরিষদ নেতা লিটন দাস, তরনী বিশ্বাস, কাঞ্চন দেব, সুজিত দেব, পান্না লাল দেব, সন্তোষ দেব, প্রানেশ দাশ, মনোজ কুমার দাশ, রিপন নাগ, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, সাধারণ সম্পাদক দেব্রত দে শিমুল, ঐক্য পরিষদের বিকাশ সূত্রধর, ছাত্র যুব ঐক্য পরিষদের মোহন দেব, রবিন দেব পিংকু, সুশান্ত কপালী প্রমুখ। 

বক্তারা বলেন,মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বৃহত্তর সিলেটবাসীর গর্ব জেনারেল এম এ জি ওসমানী। জেনারেল ওসমানীর অধীনেই সারা দেশে ১১টি সেক্টরের কমান্ডারগণ নিজ নিজ এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। বৃহত্তর সিলেট অঞ্চল অর্থাৎ চার নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন সি আর দত্ত। তিনি শুধু একক গোষ্ঠী বা সংগঠনের নেতা নন। মহান স্বাধীনতা যুদ্ধে সি আর দত্তের ভূমিকা ছিল অপরিসীম। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান দেশ ও জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে চিরদিন।

ইউডি/বিএ-০৬