আজ নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১২, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন



আজ নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরী মেরামত কাজের জন্য আজ শনিবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি কুমারগাঁও- শেখঘাট এবং কুমারগাঁও-বরইকান্দি ফিডারের জরুরি সংরক্ষণ ও মেরামত কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ, নবাব রোড, রামের দিঘিরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘির পাড়, ঘাসিটুলা মজুমদারপাড়া, শামিমাবাদ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজল শাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধু শহীদ, মুন্সীপাড়া, মিরের ময়দান, সাগরদিঘির পাড়, পুলিশ লাইন্স, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি ও সুবিদবাজার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিএ-০৫