জুড়ীতে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

জুড়ী প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৬:২৮ পূর্বাহ্ন



জুড়ীতে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজারের জুড়ীতে ৬০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৬টায় ষটিকার সময় উপজেলার সাগরনাল চৌমুহনী  থেকে জুড়ী থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জাকির হোসেন (২৮)কে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক জকির সাগরনাল ইউনিয়নের পুর্ববটুলী গ্রামের আকদ্দছ আলীর ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী দৈনিক সিলেট মিররকে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। এই জুড়ীতে মাদক কারবারী ও মাদক সেবীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সকালেই তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। 

এইচআরকে/বিএ-০৩