ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উদ্যোগে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপেজলার ক্রিস্টাল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। তিনি বলেন, 'আমাদের প্রবাসীরা যে আন্তরিকতার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তা সত্যি আমাদের জন্য গৌরবের।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লা আল হোসাইন বলেন, 'ফেঞ্চুগঞ্জের প্রবাসীরা যেভাবে তাদের এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তা সত্যি গৌরবের। তারা প্রবাসে থেকেও নিজের উপজেলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের সদস্যরা এ পর্যন্ত বেশ কয়েকটি বড় বড় সেবামূলক কাজ করেছেন যা সত্যিই প্রশংসনীয়। তাদের এই পথচলা অব্যাহত থাকুক।'
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বোর্ড মেম্বার ডা. এমদাদুল হক, ডা. শরিফ শাহরিয়ার চৌধুরী, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. নাজমুল হক, ডা. মুজাহিদ খান ও সমাজসেবী আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবী কাপ্তান মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি রুকনুজ্জামান চৌধুরী প্রমুখ।
মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং দুলাল আহমদ ও নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হারুনুর রশিদ।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কয়েকশ মানুষকে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এসএ/আরআর-০৬