সিলেটে করোনায় আক্রান্ত ১১৭৪৭, মৃত্যু ২০৩

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন



সিলেটে করোনায় আক্রান্ত ১১৭৪৭, মৃত্যু ২০৩

সিলেটে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে এগারো হাজার।

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৮ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৫৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজার জেলায় ১৪ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১১সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৩০৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৮৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৪৭ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬০৮ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৮ হাজার ৮০৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৫২৪ জন, সুনামগঞ্জের ১ হাজার ৮৯১ জন, হবিগঞ্জের ১ হাজার ১০৬ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ২৮৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে ১৩৫ জনকে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে। 

করোনা আক্রান্ত ১৪৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৯১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৪ জন ও মৌলভীবাজারে ২০ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।'

এনএইচ/বিএ-১১