নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:৩৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:৩৯ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ইতিহাস-ঐতিহ্য বজায় রেখে সিলেটকে আধুনিক স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে লালদিঘিরপাড়ে বঙ্গবন্ধু মাল্টিপারপাস প্রকল্প উল্লেযোগ্য। যেখানে পরিবেশসম্মত একটি আধুনিক বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।'
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আবাসন খাতের বৃহৎ প্রতিষ্ঠান আমীন মোহাম্মদ গ্রæপের ‘সিলেট নগরীর উন্নয়ন প্রকল্প’ উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির পরিচালক ও চিফ মার্কেটিং অফিসার তানভীরুল ইসলাম ও স্থপতি রাকিব সিলেট শীর্ষক প্রকল্পের মাল্টিমিডিয়া উপস্থাপন করেন। গ্রæপটির ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘আমীন মোহাম্মদ গ্রæপ স্বপ্ন দেখাতে নয়; আমরা সিসিকের উন্নয়ন সহযোগী হয়েই কাজ করতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমানসহ সিসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিএ-০৬