কমলগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৯, ২০২০
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০২:০২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, লেখক ও গবেষক আহমদ সিরাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মোস্তফা কামাল, শিক্ষক তাজউদ্দিন আহমদ, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোশাহীদ আলী।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসডি/আরআর-০৭