মৌলভীবাজারে একদিনে শনাক্ত ৬, সুস্থ ১২

মৌলভীবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ০৯, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



মৌলভীবাজারে একদিনে শনাক্ত ৬, সুস্থ ১২

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের সঙ্গে সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১২ জন। এই সময়ে জেলার কেউ করোনায় মারা যাননি।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে করোনার এই সর্বশেষ পরিস্থিতি জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, নতুন শনাক্ত ৬ জনের মধ্যে শ্রীমঙ্গলের ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালের আওতাধীন ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো মোট ১ হাজার ৫৭৭ জনের। 

সুস্থ হওয়া ১২ জনের মধ্যে ৭ জন কুলাউড়ার, ৩ জন শ্রীমঙ্গলের এবং বাকি ২ জন রাজনগরের। তাদের নিয়ে মৌলভীবাজারে করোনায় সুস্থের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৬ জনে।

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯ জন কোভিড-১৯ রোগী। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন।

 

এসএইচ/আরআর-০৪