নবীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৭, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের হাওরে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আব্দুল আউয়াল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। মো. আব্দুল আউয়াল মিনাজপুর গ্রামের মৃত আরব উল্লার ছেলে।
জানা গেছে, রবিবার সকালে মো. আব্দুল আউয়াল গ্রামের পাশের হাওরে ঘাস কাটতে যান। দুপুর পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর বেলা ২টায় জমির মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, নবীগঞ্জ থানার পুলিশ আব্দুল আউয়ালের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এএম/আরআর-০৭