মৌলভীবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ০৫, ২০২০
০৭:৫৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৭:৫৩ পূর্বাহ্ন
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র এর পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ১১ নম্বর ইউনিয়নের বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর থানা বিএনপির সদস্য ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. তোফায়েল আহমদ তুয়েল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, সহসভাপতি মো. বদরুল আলম, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহিম রিপন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির যুগ্ন সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমদ রহমান।
এসএইচ/বিএ-০৫