মাধবপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন



মাধবপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির পুলিশ  উপজেলার ছাতিয়াইন রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্বার করেছে।

শায়েস্তাগঞ্জ রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হুমায়ূন কবির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখনও নিহত যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।'

 

এসএম/আরআর-০৭