মাধবপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন



মাধবপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কোম্পানির নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির হোসেন (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার হরিতলায় বাদশা কোম্পানিতে এ ঘটনা ঘটেছে।

মনির হোসেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুসাইল গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হরিতলা এলাকায় বাদশা কোম্পানির নির্মাণাধীন একটি ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন মনির হোসেন। বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ভবনের উপর থেকে মাটিতে পড়ে যান তিনি। এ সময় অন্য শ্রমিকরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএম/আরআর-০২