শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৩, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দলীয় প্যাডে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শামছুল ইসলাম রিপন। এছাড়া খলিলুর রহমান মাসুম, মো. দুলাল মিয়া, আব্দুল্লাহ পারভেজ, লিটন মিয়া, হাবিবুর বাহার মোহন, রাজন খান, খোকন মিয়াকে যুগ্ম-আহ্বায়ক ও নুরে আলম মামুনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।
শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. মনিরুল হক সাজুকে। এছাড়া হাফিজুর রহমান, রুবেল মিয়া, রাইসুল ইসলাম জুমন, আব্দুল কাদির সুমন, পারভেজ মিয়া, হাবিবুর রহমান রাসেল, সোহেল রানা ও তুরাব আলীকে যুগ্ম-আহ্বায়ক এবং মো. মহিউদ্দিনকে সদস্য সচিব করে আগামী দুইমাসের জন্য শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসডি/আরআর-০৭