মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২০
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০১:৫৭ পূর্বাহ্ন



মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী ফিরোজ, পৌর কাউন্সিলর বাবুল হোসেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শাহজাহান চৌধুরী টিটু, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক সুজন, মশিউর রহমান মুর্শেদ, যুবনেতা আফজল, জসিম শিকদার, ছাত্রনেতা আমান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসএম/আরআর-০৭