মাধবপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন
সাত বছর বয়সী ৪/৫ জন শিশু মিলে টেলিভিশনে দেখা সিনেমার দৃশ্যের অভিনয় করছিল। তাদের মধ্য থেকে এক শিশু ঘরের বৈদ্যুতিক পাখায় ওড়না পেঁচিয়ে ফাঁসির দৃশ্যের অভিনয় দেখানোর চেষ্টা করে। তবে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় বাঁধা ওড়নাটি আটকে গিয়ে শিশুটি পাখার সঙ্গে ঝুলে যায়। এতে শ্বাসরোধ হয়ে কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু ঘটে।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে। মারা যাওয়া ওই শিশুর নাম পুতুলা বেগম। সে উপজেলার কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে।
পুতুলার বাবা জানান, দুপুরে পুতুলা বেগম তার সমবয়সী খেলার সাথীদের নিয়ে সিনেমায় দেখা দৃশ্যের অভিনয় করছিল। এসময় পুতুলা ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে ওড়নার এক প্রান্ত নিজের গলায় পেঁচিয়ে অপর প্রান্ত বৈদ্যুতিক পাখার সঙ্গে বাঁধে। সে হঠাৎ পাখার সঙ্গে আটকে ঝুলতে থাকলে তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করে। তখন বাড়ির লোকজন পুতুলাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।
এসএম/আরআর-০৬