সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০১, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
০৮:৪২ পূর্বাহ্ন
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ সোমবার (৩১ আগস্ট) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশটির বাঙালি এই শীর্ষ নেতার মৃত্যুতে গভীর শোকপ্ৰকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৪ বছর। এই মৃত্যুতে জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। প্রণববাবু দেশের অর্থ, প্রতিরক্ষা, বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও লোকসভা ও রাজ্যসভার দলনেতা, যোজনা কমিশনের উপাধ্যক্ষ পদেও আসীন ছিলেন।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাগ্মী ও সুপণ্ডিত প্রণববাবুর রচিত বহু গ্রন্থে রয়েছে তাঁর বৈদগ্ধ্যের স্বাক্ষর। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রণববাবু ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারতরত্ন উপাধির বাইরেও এই ছিল তাঁর সবচেয়ে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের।’
মমতা বলেন, ‘ব্যক্তিগতভাবে প্রণববাবু আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিভিন্ন সময়ে আমি তাঁর ঘনিষ্ঠ ও মূল্যবান উপদেশ পেয়েছি। তিনি আমার জীবনে অভিভাবকতুল্য ছিলেন। আমি তাঁর পুত্র, কন্যা, পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
এএফ/০৭