নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও ২ জন।
জানা যায়, আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ২ নম্বর পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী ফার্মের বাজারের পাশে পিতা-পুত্র তিনজন মিলে তাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজস্ব হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ফজর আলীর পুত্র জুয়েল মিয়া (১৩) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার ভাই মুনসুর মিয়া (২০) ও পিতা ফজর আলী (৬০)।
আহতদের পরিবারের সদস্যরা তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এএম/আরআর-১২