নবীগঞ্জে ২৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ৩০, ২০২০
০২:১০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩০, ২০২০
০২:১০ পূর্বাহ্ন



নবীগঞ্জে ২৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মো. লিটন মিয়া

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও টিলাবাড়ি নামক গ্রাম থেকে মো. লিটন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ২৩০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।

আজ শনিবার (২৯ আগস্ট) বেলা ৩টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নবীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল কর্মকর্তা ওই গ্রামের মৃত মো. আমজাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও জারা ১০০ সিসির একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলসহ লিটন মিয়াকে গ্রেপ্তার করেন। পরে সন্ধ্যায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এসআই সমীরন চন্দ্র দাশ।

 

এএম/আরআর-০৮