কুয়েতে বাড়ি থেকে বাংলাদেশি মা-মেয়ের লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৯, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন



কুয়েতে বাড়ি থেকে বাংলাদেশি মা-মেয়ের লাশ উদ্ধার

কুয়েতে জিলিপ অঞ্চলে একটি বাড়ি থেকে বাংলাদেশি এক নারী (৫৬) ও তার মেয়ের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) কুয়েতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে নিহত ওই নারীর নাম মমতা এবং তার মেয়ের নাম স্বর্ণলতা। বাংলাদেশে তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার ধামরাইয়ে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান জানান, জিলিপ এলাকায় মা ও মেয়ে বাড়িতে একা থাকতো। গতকাল রাতে ছুরি দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনিসুজ্জামান বলেন, আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি রাতে ওই মা-মেয়েকে হত্যা করা হয়েছে। সকালে তাদের মৃতদেহ ওই বাসায় পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত আরও বলেন, দেশটির ওই অঞ্চলে অনেক বাংলাদেশি বসবাস করে। বিষয়টি বিস্তারিত জানার জন্য ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।

বিএ-০৩