বানিয়াচং সংবাদদাতা
আগস্ট ২৫, ২০২০
১০:০১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২০
১০:০১ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন খাঁন মামুন (৩১) কে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৪ আগষ্ট) দিবাগত ভোর রাত ৪ টার দিকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন উপজেলার তোপখানা এলাকার নানু মিয়া মাষ্টারের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মানিকুল ইসলাম মামুনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএম/বিএ-১৩