সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সেদিন কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর হুদা, মেজর ডালিম, মেজর শাহরিয়ার, মেজর পাশা,সামরিক অফিসার এরা সবাই মাজেদ, মহিউদ্দিন, মোসলে উদ্দিন, রাশেদ, খায়রুজ্জামানসহ সবাই জড়িত ছিল। কিন্তু এই সামরিক অফিসারদের কারা এবং কে মদত দিয়েছিল, তাদের পেছনে কারা ছিল? আব্বার (বঙ্গবন্ধু) কেবিনেটের একজন মন্ত্রী তার উচ্চাবিলাসী সহযোগী জিয়াউর রহমান। যিনি একজন মেজর ছিলেন, জাতির পিতা তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল বানিয়েছিলেন। সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল। সেটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, যখন এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটি ইন্টারভিউ দেয়। সেখানে তারা স্পষ্ট বলে যে, তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল। তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। সেটা আরও প্রমাণ হয় বঙ্গবন্ধুকে হত্যার পর, রাষ্ট্রপতিকে হত্যার পর, সেখানে সংবিধান মানা হয়নি, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম কিন্তু সেখানে রাষ্ট্রপতি হননি, রাষ্ট্রপতি ঘোষিত হলো খন্দকার মোশতাক। আর খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হয়েই জেনারেল জিয়াকে বানালো সেনা বাহিনীর প্রধান। জেনারেল জিয়া যদি এই ষড়যন্ত্রে মোশতাকের সঙ্গে সম্পৃক্ত না থাকবে, তাহলে কেন মোশতাক তাকেই বেছে নেবে সেনা প্রধান হিসেবে। তারপর খুনিদের সব ধরনের মদত দেওয়া, এটাতো জিয়াউর রহমানই দিয়েছে এবং এখানেই তাদের শেষ না।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রবিবার (১৬ আগস্ট) তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভায় যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্টের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘মোশতাক, বেঈমানরা কখনও ক্ষমতায় থাকতে পারে না। মীর জাফর পারেনি। মীর জাফরকে যারা ব্যবহার করেছে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে।, মীর জাফর দুই মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেনি। ঠিক মোশতাকও পারেনি। মোশতাককে হটিয়ে জিয়াউর রহমান নিজেকে নিজেই ঘোষণা দিয়েছিল রাষ্ট্রপতি হিসেবে। এই খুনিরা যারা শুধু ১৫ আগস্টের হত্যাকাণ্ডই ঘটায়নি। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যারা হত্যাকাণ্ড ঘটায়, তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া, তাদের রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করা, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করে। শুধু তাই নয়, খুনিদের যাতে বিচার না হয়, সেজন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। তাদের বিচারের পথ বন্ধ করা হয়। তাদের বিচার করা যাবে না। আমরা যারা আপনজন হারিয়েছি আমাদের মামলা করার অধিকার ছিল না, বিচার করারও অধিকার ছিল না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ এর পর আমি আর রেহানা (শেখ রেহানা) বিদেশে ছিলাম। ঘাতকের নির্মম বুলেটে যারা আপনজন হারিয়েছিল, অনেকে দেশে থাকতে পারেনি। এই হত্যার পর ওই পরশ ও তাপসকে খুঁজে বেড়ানো হয়েছে। কারা কারা বেঁচে আছে, তাদের খুঁজে বেড়ানো হয়েছে। সবাই গিয়ে আশ্রয় নিয়েছিল ভারতের মাটিতে। রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল। এমনকি আমরা আমাদের নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। একদিকে আপনজন সব হারিয়েছি। একদিনের মধ্যে সব শেষ। তারপর রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছে। আমরা যখন রিফিউজি হিসেবে থেকেছি বিদেশের মাটিতে অবস্থান করে, আর ঘাতকের দল তখন বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূতের চাকরি পেয়ে তারা আরাম আয়েশে জীবন যাপন করে, তা আমাদের দেখতে হয়েছে। অথচ এই দেশ স্বাধীন করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
তিনি বলেন, ‘১৯৮০ সালে আমি লন্ডনে যাই। রেহানা তার আগেই লন্ডনে গিয়েছিল। ৮০ সালের ১৬ আগস্ট আমরা লন্ডনে এই হত্যার প্রতিবাদে সভা করি। তখন সেখানে স্যার টমাস ইউলিয়াম কিউসি এমপি এবং নোবেল লরিয়েট শন ম্যাক ব্রাইট— তাদেরকে নিয়ে একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়। সেদিনই সেই তদন্ত কমিশনের ঘোষণা দেওয়া হয়। আমাদের প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় সেই তদন্ত কমিশনের প্রতিনিধি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যার তদন্তের জন্য পাঠানো হয়। বৃটিশ এমপি অনেকে তখন আমাদের সহযোগিতা করেন। তিনি যখন ভিসা চান, জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান কিন্তু টমাস উইলিয়ামকে ভিসা দেয়নি। জিয়াউর রহমান কেন ভিসা দিলো না। কেন তদন্ত করতে দিলো না। এই প্রশ্নটা থেকে যায়। কারণ, খুনের সঙ্গে জড়িত ছিল বলে সে ভয়ে ভীত ছিল।’ সে তদন্ত করতে দেয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘তারা খুনিদের লালনপালন করে গেছে।’
শেখ হাসিনা বলেন, ‘১৯৮১ সালে দেশে ফেরার ৩২ নম্বরের বাড়িতে আমাকে ঢুকতে দেয়নি। ৩২ নম্বরের রাস্তায় বসে আমরা মোনাজাত করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শোক দিবস পালন করা যাবে না, তার কথা বলা যাবে না। ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করা হয়। স্বাধীনতাবিরোধীদের, রাজাকার, আল বদরদের জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, রাজনীতি করা সুযোগ দিয়েছে, তাদের ভোটের অধিকার, এই সব লোকদের নির্বাচন করার অধিকার ছিল না। ভোট দেবার অধিকার ছিল না। সংবিধানের ১২ ও ৩৮ অনুচ্ছেদ বাতিল করে তাদের সংগঠন করা, নির্বাচন করার অধিকার দিয়েছে। লাখো শহীদের রক্তে রঞ্জিত আমাদের স্বাধীনতাকে ধুলিসাৎ করে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করা হয়েছিল। কোথাও জাতির পিতা নাম থাকলে সেটা মুছে ফেলা হতো।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার সঙ্গে পাকিস্তানিদের সংযোগ ছিল। কেননা, পাকিস্তানি কর্নেল বেগ জিয়াউর রহমানকে চিঠি দিয়েছিল। চিঠিতে সে বাহবা দিচ্ছে। ধন্যবাদ দিচ্ছে। জিয়াউর রহমানের স্ত্রী ও তার পুত্ররা যে ভাল আছে, সে কথাও জানাচ্ছে। নতুন কাজ দেওয়ার অঙ্গীকার করছে ওই চিঠিতে। সে কাজটা কী ছিল? তাহলে সে কাজটা কী এই ছিল— যে স্বাধীনতার সব চেতনাকে নসাৎ করবে। আর এভাবে এদেশের মানুষ যে বিজয় অর্জন করে, সেই বিজয়কে নসাৎ করবে। আর এদেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করবে। এটাই কি তাদের কাজ ছিল। এই কাজটিই কি তারা পেয়েছিল, যার জন্য এই ১৫ আগস্টের মতো ঘটনা ঘটে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানেই শেষ হয়নি। জিয়াউর রহমান যেটুকু করে গিয়েছিল, তার স্ত্রী এসেতো আরও বেশি। খালেদা জিয়া ক্ষমতায় এসে কী করেছিল ১৯৯৬ সালে বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। কোনও দল অংশগ্রহণ করেনি। নির্বাচনের নামে প্রহসন করেছিল। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে সে নির্বাচন করার চেষ্টা করা হয়েছিল। ভোটাররাও ভোট দিতে আসেনি। তারপর খালেদা জিয়া নিজেকে নির্বাচিত ঘোষণা দিলো। আর সে নির্বাচনে কর্নেল রশিদকে নির্বাচিত করা হলো। মেজর হুদাকে নির্বাচিত করা হলো। তাদেরকে পার্লামেন্টে বসানো হলো। খুনি কর্নেল রশীদকে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল। খুনিদের প্রতি খালেদা জিয়ার এত দরদ কেন ছিল। সেখানেই তো শেষ নয়। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করি। বঙ্গবন্ধু খুনিদের বিচার করি, বিচারের রায় হয়। সেই ৩ নভেম্বরের বিচার শুরু করি। খালেদা জিয়া আবারও ক্ষমতায় আসে ২০০১-এ, পহেলা অক্টোবরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর অপারেশন ক্লিন হার্টের নামে বহু মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচার যাতে না হয়— সেই ইনডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে ’ তার স্বামী দিয়ে গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ইনডেমনিটি , আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইনডেমনিটি দিয়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভবাপতি। তিনি আরও বলেন, ‘শুধু সেখানেই না। পাশা মৃত্যুবরণ করেছে। সেই মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার সব টাকা পয়সা তার স্ত্রীকে দেওয়া হয়েছে। আর যে খায়রুজ্জামানের চাকরি চলে গিয়েছিল। তাকে সে চাকরি ফিরিয়ে দেয় এবং প্রমোশন দেয়। এর মাধ্যমে সে বুঝিয়ে দেয় সে তাদের সমর্থন করে।’
উচ্চ আদালত সামরিক শাসনামলের অডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের মধ্যে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে।’ দেশের মানুষের কল্যাণে কাজ করা জাতির পিতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অঙ্গীকার বলেও এসময় জানান শেখ হাসিনা।
বিএ-১৭