মৌলভীবাজার প্রতিনিধি
আগস্ট ১২, ২০২০
০৭:০৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২০
০৭:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৫৫ জনে দাঁড়াল।
নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে কুলাউড়া ৫ জন, বড়লেখা ৩ জন, কমলগঞ্জ ৪ জন, শ্রীমঙ্গল ৫, জুড়ী ১ এবং সদর হাসপাতালের ১৭ জন রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে সিভিল সার্জন ডা: তউহীদ আহমদ এ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় মোট ৬৯৫ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন।
এসএইচ/বিএ-১৬