নবীগঞ্জে জাল দলিলে ভূমির মালিক ইউপি চেয়ারম্যান, দলিল লেখক সাময়িক বরখাস্ত

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১১, ২০২০
০৬:৫৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২০
০৭:০০ পূর্বাহ্ন



নবীগঞ্জে জাল দলিলে ভূমির মালিক ইউপি চেয়ারম্যান, দলিল লেখক সাময়িক বরখাস্ত

দলিল লেখক মো. আব্দুন নূর ও ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশীদ

নবীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের মো. আব্দুন নূর নামের এক দলিল লেখককে জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিষ্ট্রি করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশীদ সম্প্রতি এলাইছ মিয়া নামের এক ব্যক্তিকে দাতা সাজিয়ে মো. আব্দুল রেজ্জাক নামের এক ব্যক্তির রের্কডীয় ভূমি বরখাস্তকৃত দলিল লেখকের সহযোগিতায় নিজ নামে রেজিষ্ট্রি করে নেন। এ নিয়ে নবীগঞ্জ উপজেলার সর্বত্র তোলপাড় চলছে। 

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বজলুর রশীদ তার বাড়ির সামনে তারই চাচাতো ভাই মো. আব্দুল রেজ্জাকের পৈত্রিক সূত্রে প্রাপ্ত বর্তমান সেটেলমেন্ট জড়িপেও রের্কডকৃত ৪ শতক ভুমি চলতি বছরের জানুয়ারী মাসে মৃত আব্দুস শহীদের পুত্র এলাইছ মিয়া নামের এক ব্যক্তিকে মো. আব্দুল রেজ্জাক সাজিয়ে বরখাস্তকৃত দলিল লেখক আব্দুন নূরের সহযোগিতায় নিজ নামে রেজিষ্ট্রি করে নেন। 

এ খবর পেয়ে মো. আব্দুল রেজ্জাক নবীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে এসে সাবরেজিষ্ট্রারকে এর কারণ জানতে চাইলে হৈচৈ শুরু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে তা জানাজানি হয়ে গেলে নবীগঞ্জের সর্বত্র তোলপাড় শুরু হয়। পরবর্তীতে সাবরেজিষ্ট্রার নিরোধ বরণ বিশ্বাস গত ৫ আগষ্ট এই জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলিল লেখক আব্দুন নূরকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

বিষয়টি নিশ্চত হওয়ার জন্য নবীগঞ্জের সাবরেজিষ্ট্রারকে তার মোবাইল ফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে সংবাটির বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত দলিল লেখক আব্দুন নূরের বিরুদ্ধে অসংখ্য অনিয়ম ও জাল জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে বার বার দলিল লেখক আব্দুন নূরের ব্যক্তিগত মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

এএম/বিএ-০৩