নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২০
০৬:৩০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২০
০৮:৩৮ অপরাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দেড়শো ছাড়িয়েছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগের আরও ৬৭ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৬৫৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬১৬ জন, হবিগঞ্জে ১ হাজার ২৬২ জন ও মৌলভীবাজারের ১ হাজার ১১২ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৪ হাজার ১৩২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৩৯১ জন, সুনামগঞ্জের ১ হাজার ২৩৬ জন, হবিগঞ্জের ৮২৩ জন ও মৌলভীবাজার জেলার ৬৮২ জন।
করোনা আক্রান্ত ১৫০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজারে ১৭ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনসি/বিএ-১১