খেলা ডেস্ক
জুলাই ২৫, ২০২০
০৪:০৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২০
০৪:০৭ অপরাহ্ন
ফরাসি কাপ জয় করলেও স্বস্তিতে নেই পিএসজি। গত রাতে নেইমারের একমাত্র গোলে সেঁত এতিয়েনকে হারিয়ে ১৩তম শিরোপা ঘরে তুলে টমাস টুখেলের শিষ্যরা। তবে শিরোপা জয়ের আনন্দের চেয়ে কোচকে বেশি ভাবাচ্ছে স্ট্রাইকার কিলিয়ান এমবাপের চোট। আগামী ১২ আগস্ট চ্যাম্পিয়নস লিগে আটালান্টারা বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে প্যারিসের ক্লাবটা। তার আগে দলের অন্যতম প্রাণভোমরার এই চোট কোচের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের ২৯ মিনিটে এমবাপ্পের গোড়ালির ওপর বাজেভাবে ট্যাকল করেন এতিয়েনের লোইক পেরিন। ট্যাকলটা এতই বাজে ছিল, মাঠে থাকা সব পিএসজির খেলোয়াড়েরা রেগে যান। লোইক পেরিন তো লাল কার্ড দেখেনই, তেড়ে আসার ফলস্বরূপ বেশ কয়েকজন পিএসজি তারকাকেও হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়। ওদিকে খোঁড়াতে খোঁড়াতে চোখের জলে মাঠ ছাড়েন এমবাপে। কাঁদবেন না-ই বা কেন? এই চোটের কারণে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলাটা অনিশ্চিত হয়ে গেল যে তাঁর! গতবার নেইমারের চোটের কারণে ভুগেছিল পিএসজি। এবার এমবাপ্পের চোটের কারণে একই দুর্ভাগ্য কপালে জোটে কি না, কে জানে! তাই ফরাসি কাপের ট্রফির চেয়ে দ্রুত এমবাপের সুস্থতাই বেশি কামনা করবেন পিএসজির ভক্ত-সমর্থকেরা!
এএন/০৪