বন্যাকবলিত শিক্ষার্থীদের পাশে থাকবে শাবি

শাবি প্রতিনিধি


জুলাই ২৩, ২০২০
১০:৫৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
১০:৫৯ অপরাহ্ন



বন্যাকবলিত শিক্ষার্থীদের পাশে থাকবে শাবি

বন্যাকবলিত শিক্ষার্থীদের ত্রাণ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, দেশে করোনাভাইরাস নামের মহামারিতে সকলে আতঙ্কগ্রস্ত। এর সঙ্গে আবার দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছে। বন্যার ফলে অনেক শিক্ষার্থী স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিগত সময়ের ন্যায় শিক্ষার্থীদের ত্রাণ দিয়ে সহযোগিতা করার।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সকল বিভাগকে বন্যাদুর্গত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রস্তুত হলে ছাত্র উপদেষ্টার নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের ত্রাণ দেওয়া হবে।

 

এইচএন/আরআর-০৩