শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৩, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়ন থেকে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।বুধবার (২২ জুলাই) রাত ৯ টায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোখলেছ, কমলাকান্ত ও জসিম উদ্দিনের নেতৃত্বে ব্রাক্ষণডুরার রাবনডুবি গ্রামের খেলু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে
দুইটি গাঁজার গাছসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো, রাবনডুবি গ্রামের মৃত আলাই মিয়ার পুত্র খেলু মিয়া (৬০), মৃত আনছব আলীর পুত্র আহাদ মিয়া (৬০), মৃত আকবর আলীর পুত্র ফারুক মিয়া।
রাবনডুবির খেলু মিয়ার বাড়িতে তল্লাশি কালে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজা গাছ পাওয়া যায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত তিনজনই গাঁজা সেবনকারী, তাদের সঙ্গে ৬টি গাঁজার পুরিয়া পাওয়া গেছে। তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করার জন্য এনডিসি হবিগঞ্জ বরাবর প্রেরণ করা হয়েছে।
এসএইচআরডি/বিএ-২৪