শায়েস্তাগঞ্জ, প্রতিনিধি
জুলাই ১৭, ২০২০
১১:০৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৭, ২০২০
১১:০৭ অপরাহ্ন
নুর মিয়া
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন নুর মিয়া। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না হবিগঞ্জের এ বাসিন্দা। তিনি হবিগঞ্জের সাকিন মনপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র।
জানা গেছে, বেশ কয়েকবছর ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। নিজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি বিনা চিকিৎসায় খুব কষ্টে দিনাতিপাত করছেন। বয়সের সঙ্গে সঙ্গে তার শরীরে বাসা বেঁধেছে আরও নানা রোগ।
তার অবস্থা দেখে হবিগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. দীপেন্দ্র নারায়ণ দাশ নুর মিয়াকে ব্রেন টিউমারের জন্য অপারেশন করতে বলেছেন। ওই অপারেশনের জন্য ৯ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র নুর মিয়ার ক্ষমতা নেই এতো টাকা দিয়ে অপারেশন করানোর।
তাই তার জীবন বাঁচাতে সকলের সম্মিলিত সাহায্য প্রয়োজন। নুর মিয়াকে সাহায্য করতে চাইলে ০১৭৯৪২২৫০৪০ নম্বরে বিকাশের (পার্সোনাল) মাধ্যমে টাকা পাঠানো যাবে।
এসডি/আরআর-০২