পরিবেশ ও জীবন বাঁচাতে গাছ লাগান : পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৫, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন



পরিবেশ ও জীবন বাঁচাতে গাছ লাগান : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু পরিবেশই নয়, মানুষের অস্তিত্ব রক্ষায়ও গাছের অবদান অনস্বীকার্য। বৃক্ষ শুধু পরিবেশ ও জীবন রক্ষাই করে না, বরং অর্থনৈতিকভাবে লাভবান করতেও ভূমিকা রাখে। কাজেই গাছের চারা রোপণ ও পরিচর্যা করতে হবে। প্রত্যেকের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালতের আঙিনায় বেশি করে ফলজ ও ঔষধী গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।

আজ শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জস্থ মন্ত্রীর ‘হিজল করচ’ বাসভবনে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, 'চলমান বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু তনয়ার সুযোগ্য নেতৃত্বে আমরা সকল প্রতিকূলতা কাটিয়ে উঠব।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষক লীগ সিলেট বিভাগের সমন্বয়ক সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ারের তত্ত্বাবধানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগ এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাসেদ ইকবাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন প্রমুখ।

পরে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ ৩টি করে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।

 

এসটি/আরআর-০৮