মাধবপুরে কিস্তি আদায় না করার নির্দেশ

মাধবপুর প্রতিনিধি


জুন ১৫, ২০২০
০৩:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৩:৫৩ পূর্বাহ্ন



মাধবপুরে কিস্তি আদায় না করার নির্দেশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আয় ও কাজের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার সকল এনজিও/সমবায় সমিতির ঋণের কিস্তির টাকা আদায় সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাধবপুর উপজেলা প্রশাসন। 

শনিবার (১৩ জুন) রাতে মাধবপুর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এই নির্দেশনা প্রদান করা হয়।

মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান জানান, আগামী জুন (২০২০) পর্যন্ত এই নির্দেশনা না মেনে টাকা আদায় করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জোর করে বা চাপ প্রয়োগ করে কোনো এনজিও কিস্তি আদায় করতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

 

এসএম/আরআর-০৮