হবিগঞ্জ প্রতিনিধি
জুন ১৪, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
০৪:০১ পূর্বাহ্ন
হবিগঞ্জে নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) ঢাকা থেকে নতুন শনাক্তের বিষয়টি জানানো হয়।
তথ্যটি সিলেট মিররকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, আজ জেলায় আরও ১৩ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে চুনারুঘাট ৬ জন, বাহুবল ৪ জন ও সদর ৩ জন।
এনিয়ে জেলায় মোট ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন তিনজন ।
জানা গেছে আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্য আছেন।
এনএইচ/আরসি-০৫