চুনারুঘাট সংবাদদাতা
জুন ১১, ২০২০
০৫:১০ পূর্বাহ্ন
আপডেট : জুন ১১, ২০২০
০৫:১০ পূর্বাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে মো. আব্দুল গফফার নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টায় উপজেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল গফফারের বয়স আনুমানিক ৮৫ বছর। তিনি উপজেলার দিমাগুরুন্ডা গ্রামের বাসিন্দা।
জানা যায়, মো. আব্দুল গফার গণেশপুর বাজার থেকে নিজ বাড়ি দিমাগুরুন্ডায় ফিরছিলেন। পথিমধ্যে গণেশপুর গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিদের ধরতে পুলিশ মাঠে নামছে।
এসডি/আরআর-১৪