সুতাং নদী থেকে লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা


জুন ১০, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন



সুতাং নদী থেকে লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উজেলায় সুতাং নদীতে থেকে আকল মিয়া (৬০) নামের এক ব্যক্তির লাশ উদাধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

সূত্র জানায়, আকল মিয়া মঙ্গলবার ভোর ৬ টায় সুতাং নদীতে মাছ ধরতে আসেন। পানির নিচে জাল আটকা পরায় তিনি নদীতে ডুব দিলে নিখোঁজ হন। নিহত আকল মিয়া শানখলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাহির মিয়ার বড় ভাই। 

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি  শেখ নাজমুল হক বলেন, আমরা ফোর্স পাঠিয়েছি লাশ আনার জন্য।

এসডি/বিএ-০৮