সিলেট মিরর ডেস্ক
জুন ০৮, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন
দেশে একদিনে নতুন করে আরও ২ হাজার ৭৪৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সেই সঙ্গে বর্তমানে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে। গত একদিনে আরও ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮৮ জন।
রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এসব তথ্য তুলে ধরেন।
এছাড়া এই সময়ে আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ১৩ হাজার ৯০৩ জন।