দেশে একদিনে শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২

সিলেট মিরর ডেস্ক


জুন ০২, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০১:১২ পূর্বাহ্ন



দেশে একদিনে শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭২ জন। 

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি পরীক্ষাগারে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৩৮১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৮১৬ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ সোমবার (০১ জুন) দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিচেনায় সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩৯ শতাংশ।

বিএ-১৬