জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা বোর্ড, পাসের হারে রাজশাহী

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন



জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা বোর্ড, পাসের হারে রাজশাহী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে আবারও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে অবস্থান করছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। আর পাসের হারে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। এনিয়ে টানা অষ্টমবার পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। 

শিক্ষামন্ত্রী দীপু মনি রবিবার (৩১ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সব থেকে কম পাস সিলেট বোর্ডে, ৭৮ দশমিক ৭৯ শতাংশ।

২০১৯ সালে রাজশাহী বোর্ডে ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৬ সালে ৯৫ শতাংশ, ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ, ২০১৪ সালে ৯৪ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৩ সালে ৯৪ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করে এ বোর্ড থেকে, যা সব বোর্ডের মধ্যে ছিল সেরা ফল।

এবার ঢাকা বোর্ডে দেশের সবচেয়ে বেশি- ৩৬ হাজার ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ২০০১ সালে মাধ্যমিকে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকেই এই স্থানটি ধরে রেখেছে ঢাকার শিক্ষার্থীরা।

বিএ-১৩