একদিনে শনাক্ত ১৭৬৪, মৃত্যু ২৮

সিলেট মিরর ডেস্ক


মে ৩১, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন



একদিনে শনাক্ত ১৭৬৪, মৃত্যু ২৮

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ শনিবার (৩০ মে) সকাল পর্যন্ত বাংলাদেশে শনাক্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার ৬০৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৬১০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত ৩০৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৬। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২ শতাংশ। আর এই সময়ে মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন মারা যান।

এলাকাভিত্তিক বিশ্লেষণে নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ঢাকা মহানগরীর ১০ জন, ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলার বিভিন্ন এলাকার ১ জন, নারায়ণগঞ্জের ১ জন, মুন্সিগঞ্জের ১ জন, গাজীপুরের ১ জন, ফরিদপুরের ২ জন, নরসিংদীর ২ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২ জন, সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম জেলায় ১ জন, কক্সবাজারের ২ জন, কুমিল্লার ২ জন, রংপুরের ১ জন, পঞ্চগড়ের ১ জন ও সিলেটের ১ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৪৬৯ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫২৯ জন রোগী।

ডা. নাসিমা জানান, গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১২ সপ্তাহ পার হচ্ছে আজ। 

এনপি-১২